৪টি কারণে বাড়ি তৈরির আগে আপনার একটা ভাল সয়েল টেস্ট করা দরকার
কারণগুলো হলঃ
১। মাটির ভারবহন ক্ষমতা (Load Bearing Capacity) ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে হলে ভাল সয়েল টেস্ট এর বিকল্প নেই…
২। ভুমিকম্প সহনীয় ভবন নির্মাণে এবং ভূমিকম্পে মাটি চোরাবালির (Liquefaction) মত হয়ে যাবে কিনা তা জানতে মাটি সম্পর্কে সঠিক ধারনা থাকা খুবই জরুরী…
৩। মাটি সম্পর্কে ভূল রিপোর্টে আপনার বিল্ডিং ভেঙ্গে (Building Collapse) বা ডেবে যেতে পারে (Uneven Settlement) এবং আপনার সারাজীবনের সঞ্চয় ঝুঁকিতে পড়ে যেতে পারে…
৪। ভাল ল্যাবে সয়েল টেস্ট না করলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন কে সঠিকভাবে ডিজাইন করতে পারবে না। সেক্ষেত্রে ফাউন্ডেশন আন্ডারডিজাইন বা ওভারডিজাইন হতে পারে। আন্ডার ডিজাইন হলে আপনার সারাজীবনের সঞ্চয় নিয়ে ঝুঁকিতে পড়বেন আরে ওভারডিজাইন করলে অনেক গুলো টাকা বেশি খরচ হয়ে যাবে…